দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল আলম, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবদুর রহিম, মোঃ আবদুল মতিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
এসময় দ্বাদশ নির্বাচনে জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করার আহবান জানান জেলা প্রশাসক মোঃ সহিদ্জ্জুামান। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচনী পরিবেশ তৈরি করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট দিতে পারে তাদেরকে সে পরিবেশ তৈরি করতে সকলের সহযোগিতা
প্রয়োজন। ২৯৮নং খাগড়াছড়ি আসনে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জনগণের অংশগ্রহণ মূলক ও নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে চাই। এক্ষেত্রে সকলে সহযোগিতা কামনা করেন তিনি।
অন্যদিকে দুপুরে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের নিয়ে এক মতবিনিয়ম সভা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান।