দীঘিনালায় নৌকা মার্কার জনসংযোগ ও প্রচারকালে কুজেন্দ্র লাল ত্রিপুরা
সকল সম্প্রদায়ের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোটদিন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি ২৯৮নং আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা মার্কার সমর্থনে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন।
এসময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন। তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি সকল ষড়যন্ত্র অতিক্রম করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন।
বুধবার দুপুরে দীঘিনালা উপজেলার মেরুং বাজার, বেতছড়ি, চোংড়াছড়ি, রশিক নগর, কবাখালি বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি দীঘিনালা উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।
গণসংযোগ ও উঠান বৈঠকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম ছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এম এ জব্বার, দিদারুল আলম, কেএম ইসমাইল, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়।