বরকলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ডিসেম্বর নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ে ফালিটাঙ্গ্যাচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা বিধান চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মিনহাজ মাহমুদ ভূইয়া।
সভায় বক্তারা বলেন, প্রতিমাসের মতো এমাসও বরকল উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যান্ত ভালো। উপজেলা প্রশাসনের তৎপরতায় এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সার্বিক সহযোগিতায় বরকল উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি বলে বক্তারা মন্তব্য করেন।
এছাড়াও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনার পাশাপাশি উপজেলা বিভিন্ন বাজার ব্যবস্থাপনা বিষয়ে মতামত তুলে ধরা হয়। বিশেষ করে বরকল বাজারের অব্যবস্থাপনা এবং যাত্রীর জেটি ঘাটের অব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। আর অতিদ্রুত ব্যবস্থাগ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে বক্তারা তাগিদ দেন।
এছাড়াও সন্ত্রাস নাশকতা, চোরাচালান,মাদকদ্রব্য,বাল্যবিবাহ,ইভটিজিং এবং মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোকপাত করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বরকল উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো রয়েছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে। আর আগামী দিনগুলোতে যাতে সবাই ভালো থাকতে পারে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম বলেন,অন্যান্য উপজেলার তুলনায় বরকলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন। আর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন এর অভিপ্রায় অনুযায়ী বরকল উপজেলা প্রশাসন সর্বদা নিরপেক্ষতার সাথে সোচ্চার হয়ে ভূমিকা পালন করার চেষ্টা করবে।তবে উপজেলার সকল নেতৃবৃন্দদের সহযোগিতা একান্ত কাম্য।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা অনুকা খীসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন ফেরদৌস, সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বরকল প্রেসক্লাব সহ-সভাপতি নিরত বরন চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা সহ ৪৫ বিজিবি প্রতিনিধি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।