নানিয়ারচরে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটির নানিয়ারচরে শুরু হয়েছে নৌকার নির্বাচনী প্রচারণা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে নানিয়ারচর সদর বাজার হতে রাঙ্গামাটি ২৯৯নং আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এর সমর্থনে একটি শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে পথসভায় মিলিত হয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক আহ্বায়ক ত্রিদিব কান্তি দাশ। এর আগে আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্ভোদন করেন তিনি।
বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, দীপংকর তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই রাঙ্গামাটিতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। নানিয়ারচর এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এখানে ব্রিজ, রাস্তা, মসজিদ, মন্দির, বিহার নির্মাণ এবং স্কুল-কলেজ জাতীয়করণ সবকিছুই দীপংকর তালুকদার এর নির্দেশে এবং ইশারায় হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আবারও দীপংকর তালুকদারকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এবার শুধু পাস নই। এবার আমাদের জিপিএ-৫ পেয়ে পাস করতে হবে। তাই সকলকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি বাবুল কর্মকার, সহ-সভাপতি ধর্মেশ খীশা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, ঝিল্লোর মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
এদিকে দীপংকর তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নে নৌকার শোভাযাত্রা সহ পথসভা করেছে দলটির নেতৃবৃন্ধরা।