নানিয়ারচরে নৌকার গণসংযোগ ও যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে নৌকার গণসংযোগ ও যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সদরের সাপ্তাহিক হাট বাজারে ২৯৯নং রাঙ্গামাটি আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এর সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এসময় সর্বস্থরের জনগণের কাছে নৌকা প্রতিকে ভোট চান নেতাকর্মীরা। পরবর্তীতে দলীয় কার্যালয়ে যৌথ সমন্বয় সভা করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর সহ নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অংসুইপ্রু চৌধুরী বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার, বার বার দরকার। দ্বাদশ জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবেনা। তারেক জিয়া লন্ডনে বসে কোটি কোটি টাকা খরচ করে আন্তর্জাতিকভাবে নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করছে। এভাবে দেশের উন্নয়নে বাধা দেওয়া যাবে না। গণতন্ত্র এর উপর আঘাত করলে জনগণ বসে থাকবে না। আপনারা প্রতিটা এলাকায় উঠান বৈঠক করবেন। বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইবেন। আগামী নির্বাচনে আমরা আবারো দীপংকর তালুকদার কে নির্বাচিত করবোই। তিনি আরো বলেন, প্রতিটা উপজেলায় আঞ্চলিক দল রয়েছে। ভয় পেলে চলবে না। আওয়ামী লীগের পক্ষে এবং দীপংকর তালুকদারের পক্ষে জনমত সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে আপনারা কাজ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাজি মোঃ মুছা মাতব্বর বলেন, ২০১৮সালে আমরা জীবন বাজি রেখে জননেতা দীপংকর তালুকদার কে নির্বাচিত করেছি। এবার অনেকের কাছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ সহজ মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এবারের নির্বাচন সহজ নয়। এবার বিএনপি, সশস্ত্র গোষ্ঠী নির্বাচন বানচালে চেষ্ঠা করছে। পাশাপাশি রয়েছে বিদেশি চাপ। তাই প্রয়োজনে সকল কে আবারো জীবন বাজি রেখে দীপংকর তালুকদার কে নির্বাচিত করতে হবে।
বক্তব্যে ত্রিদিব কান্তি বলেন, আমরা আশা করছি দীপংকর তালুকদার আবারো এমপি হবেন। তবে আপনারা বসে থাকবেন না। মনে রাখবেন ৩৩পেয়ে পাশ করা আর গোল্ডেন জিপিএ ৫ পাওয়া এক বিষয় নয়। সকল বিভেদ ভূলে গিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান তিনি।