দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালার উপজেলা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুনুর রশীদ‘কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গার্ড অব অনার প্রদান করেন, দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। পরে দীঘিনালা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পক্ষ থেকে ফুলে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মোঃ এরশাদ ও সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন।
বীর মুক্তিযোদ্ধা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হারুনুর রশীদ ১৯৭১ সালে রামগড় বর্ডার পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ০১নং সেক্টরের অধীনে দোস্ত মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের শেষ সময়ে তিনি তার জন্মভূমি দীঘিনালায় পাকিস্তানী মিত্র সহযোগী মিজো দের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে ১৫ ডিসেম্বর দীঘিনালা’কে শত্রু মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।