রামগড়ে তথ্য অফিসের আয়োজনে আলোচনা ও মতবিনিময় সভা
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
এছাড়াও অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রামগড় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রদেশ ত্রিপুরা, প্রধান শিক্ষক মনিকা রাণী রায়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল, প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সমুন্নত রাখতে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।