বিলাইছড়ি বাজার থেকে মদসহ দুই ব্যবসায়ী আটক
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি বাজার থেকে মাদকসহ ২জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকালে বিলাইছড়ি বাজার বোতল ভর্তি করে দৈশিও তৈরি মদ বিক্রয় করার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, এস আই মোঃ রিদওয়ানুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্সসহ মাদক বিক্রেতা জ্যোতিম চাকমা(৩৪), পিতা সাধন চাকমা,সাং ৫নং ওয়ার্ড, ২নং কেংড়াছড়ি ও থুইহলামং মারমা(৩৮) পিতা মৃত্য মৌজি মারমা,সাং নকাটাছড়া, ওয়ার্ড নং২ কেংড়াছড়ি, উপজেলা বিলাইছড়িকে আটক করা হয়।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বিলাইছড়ি বাজার হতে বোতল ভর্তি দৈশিও তৈরি মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।