নৌকার সমর্থনে মানিকছড়িতে আ.লীগের শোভাযাত্রা
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নৌকা প্রতিকের সমর্থনে মাকিছড়িতে আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা আ.লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে মানিকছড়ি বাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন’র নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করে, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ফারুক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় ও সকল সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেয়। এসময় নৌকার সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।
শোভাযাত্রা শেষে আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন’র সভাপতি উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলী, সম্পাদকীয় মন্ডলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদক, সকল সহযোগি সংগঠনের উপজেলা ও ইউনিয়ন শাখার সভাপতি-সম্পাদক এবং উপজেলাধীণ ২০টি ভোট কেন্দ্রে পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে তৃতীয় বারের মতো সাংসদ নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতারা।