মহান বিজয় দিবসে মারিশ্যা মৌজার হেডম্যান কার্বারীদের পুস্পস্তবক অর্পণ
॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন মারিশ্যা মৌজার হেডম্যান এনড্রু খীসা।
শনিবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি ভূমি অফিসের পক্ষ হতে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুস্পস্তবক অর্পণ মুহুর্তে মারিশ্যা মৌজার হেডম্যান এনড্রু খীসার নেতৃত্বে মৌজার কার্বারীরা পুস্পস্তবক অর্পণ করেন।
হেডম্যান এনড্রু খীসা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী শাসকদের হাত থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ, দীর্ঘ নয় মাসের যুদ্ধে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরো বলেন, হেডম্যান কার্বারীরা রাষ্ট্রের অংশ তাই রাষ্ট্রীয় দিবসে স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের দায়িত্ব।