[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি ) মোঃ মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, পৌর কমন্ডা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, বীরাঙ্গনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। বিজয়ের ৫২বছর পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই উল্লেখ করে বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে উন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময়, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদ গন উপস্থিত ছিলেন।