মহান বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়ী অঞ্চলে তীব্র শীতের কবলে থাকা ২০০ জন শীতার্ত পাহাড়ী বাঙালীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে ১০০ টি কম্বল মাটিরাঙ্গা পৌরসভায় এবং ৫০ টি করে কম্বল প্রত্যন্ত নাইক্যাপাড়া ও পরশুরামঘাট ক্যাম্প এলাকায় অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। একই সময়ে ২ জন অসহায়কে ঘর নির্মাণ বাবদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।