[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিজয়ের বর্ণিল সাজে মাটিরাঙ্গা উপজেলা ভবন

৮৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ভবন চত্বর। শুক্রবার সন্ধ্যা থেকেই বর্ণিল আলোয় ঝলমল হয়ে ওঠে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভবন ও উপজেলা চত্বরে স্থাপিত ফ্রিডম স্কোয়ার।

লাল সবুজের আলোকচ্ছটায় মহান বিজয় দিবস উদযাপনের মাধ্যমে বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতেই আলোকসজ্জা করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বিজয় দিবসে শহিদদের স্মরণে সাজানো হয়েছে লাল-সবুজের আলোয়। উপজেলা প্রশাসনের পুরো ভবনে দেওয়া হয়েছে লাল, সবুজ, নীল আর সাদা বাতি। বর্ণিল এই আলোকসজ্জা উপভোগ করতে স্থানীয় জনসাধারণের ঘুরে বেড়াতে দেখা গেছে।

দর্শনার্থী কামরুল হাসান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও ফ্রিডম স্কোয়ারে যে আলোকসজ্জা করা হয়েছে তা মনোমুগ্ধকর ও বেশ উপভোগ্য।

মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, বিজয় দিবসে উপলক্ষে উপজেলা প্রশাসন ভবনের বর্ণিল আলোক সজ্জা দেখে মন ভরে গেছে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং সুন্দর ভাবে বাঁচতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এদিকে মহান বিজয় দিবস কে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচী ঘোষণা করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে। সকাল সাড়ে ছয়টার দিকে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বিকালে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।