নানিয়ারচরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, বঙ্গবন্ধু ম্যুরালে, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নানিয়ারচর থানা, আওয়ামীলীগ, প্রেস ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তর থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, নৃত্য, খেলাধুলা, ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল এহসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
এতে আরও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানা পরিদর্শক মোঃ আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, উপজেলা ইন্সট্রাক্টর সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, মুক্তিযোদ্ধা মঈনুল হক, মুক্তিযোদ্ধা লিয়াকত আলি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।