অসহায়দের পাশে দাড়ালো খাগড়াছড়ি আদিবাসী পেশাজীবি সম্প্রদায়
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
সারা দেশের ন্যায় পাহাড়েও দিনদিন বাড়ছে শীত। সেই সাথে ভোরে ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষ দিনদিন কর্মহীন হয়ে পড়ছে। এসব খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আাদিবাসী পেশাজীবি সম্প্রদায়। তাদের উদ্যোগে প্রত্যন্ত জনপদে বসবাসরত শীতার্ত গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার যোগ্যাছোলা হেডম্যান পাড়া মঙ্গল রঙ্গিত বৌদ্ধ বিহার প্রাঙ্গনে খাগড়াছড়ি আাদিবাসী পেশাজীবি সম্প্রদায়ের প্রতিনিধিরা অসহায়দের মাঝে কম্বল তুলেদেন। পাশাপাশি দেড় শতাধিক স্থানীয়দের বিনামূল্যে ঔষধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।
এই সময় ২১০নং যোগ্যাছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, ইউনিয়নে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ম্রাসাথোয়াই মারমা, উক্যচিং মারমা, খাগড়াছড়ি সদর হাসপাতালে অফিস সহকারি কংচাইরী মারমা, ল্যাব টেকনিশিয়ান থুইসা মারমা, বাবু মারমা, ব্যবসায়ী, রেগ্রা মারমা, আনুমং মারাম, হ্লাপ্রু মারমা, আতাঅং মারমা, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক (ঋণ) ও সাংবাদিক অংগ্য মারমা, সেমুতাং গ্যাস ক্ষেত্রের প্লান্ট অপারেটর ইঞ্জিনিয়ার সানি মারমা, সহকারি শিক্ষক রিতা মারমা, পল্লী চিকিৎসক থোয়াইম্রা মারমা উপস্থিত ছিলেন।