অবশেষে ইউপিডিএফ’র ৩ নেতাকর্মীকে জীবিত উদ্ধার
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ’র তিন নেতাকর্মীকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) গভীর রাতে প্রায় ঘন্টাখানেক অভিযান চালিয়ে উপজেলার লতিবান ইউপির তারাবন ছড়া এলাকার পরিত্যক্ত এক জুমঘর থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
উদ্ধার হওয়া তিন ইউপিডিএফ কর্মীরা হলো নীতিদত্ত চাকমা, প্রকাশ ত্রিপুরা, হরিকমল ত্রিপুরা। বর্তামানে তাদের তিনজনকেই পানছড়ি থানার হেফাজতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার দুর্বৃত্তরা ইউপিডিএফ’র চার জন নেতাকে গুলি করে হত্যা করে এবং তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার দায়ে ইতোমধ্যেই পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ইউপিডিএফ চার দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেছে।