নানিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এতে আরও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা, ২নং নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা সহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আজকে দিনটি ইতিহাসের এক কালো অধ্যায়। স্বাধীনতার যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে তাদের পক্ষে যুদ্ধে জেটা সম্ভব নই তখন তারা পরিকল্পিত ভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, রাজনৈতিক চিন্তাবিদদের রায়েরবাজার বধ্যভূমিতে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তাদের উদ্দেশ্যে ছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা।