কাপ্তাই থানার নতুন ওসির সাথে প্রেসক্লাবের মতবিনিময়
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানার নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এর সাথে প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে পেশাদার সাংবাদিক সংগঠন কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দর মতবিনিময় হয়। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান।
এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, নির্বাহী সদস্য অর্নব মল্লিক সহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।