দীঘিনালায় গাঁজাসহ যুবক আটক
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক’কে আটক করেছে। বুধবার(১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দিকে উপজেলার কবাখালি ইউনিয়নের শান্তিপুর এলাকায় তাকে গাঁজা সহ আটক করে দীঘিনালা থানা পুলিশ। আটককৃত যুবকের নাম সুনীল কান্তি দেওয়ান (৩৮), সে কবাখালি ইউনিয়নের শান্তিপুর এলাকার রমেন্দ্রলাল দেওয়ানের ছেলে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানান, আটককৃত যবুক গাঁজা বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। গ্রেফতারকৃত সুনীল কান্তি দেওয়ানের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।