[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে নারী প্রতি সহিংসতা প্রতিরোধে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত

১১৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে, আসুন সবাই মিলে রুখে দাঁড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে কিশোরীদের নিয়ে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হতে বিএনকেএস কার্যালয় পর্যন্তর্ র্যালী প্রদক্ষিণ শেষে কিশোরী শিক্ষার্থীদের মাঝে ২টি বাইসাইকেল’সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে একই কর্মসূচি’র বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কার্যালয়ের প্রাঙ্গনে ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় বিএনকেএস এনজিও সংস্থার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত ২৩টি পরিবারের মাঝে খাদ্য, কৃষি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রেজা ই-রাব্বী, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শামিমা আক্তার, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রমূখ। এছাড়াও সমাজ সেবক ও রাজনৈতিবীদ মংশৈম্রয় মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণী, বলিপাড়া ইউপি’র মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার অংসানু মেম্বার, পিতরাং ত্রিপুরা’সহ বিএনকেএস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গ্রামের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।