[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নওমুসলিম জীবন চাকমা (আবু বক্কর) কর্তৃক প্রতারণার শিকার অমর বিকাশ চাকমারোয়াংছড়িতে উপকার ভোগীদের মাঝে শিক্ষা ও পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণকাপ্তাই সেনাজোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণদীঘিনালায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধাররাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিতআমরা হাল ছাড়বো না, রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতিকঠিন চীবর দান বুদ্ধ ধর্মে বৌদ্ধদের সর্বশ্রেষ্ট দানলামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

৯৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর পাহাড়ী জঙ্গল থেকে হৃদয় ত্রিপুরা (৩৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মঙ্গলবার (১২ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজাছড়া এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাইলাংছি পাড়ার মৃত: নর কুমার ত্রিপুরার ছেলে। তবে সে স্ত্রীসহ হাজাছড়া এলাকায় শশুরালয়ে বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা বলেন, নিহত হৃদয় ত্রিপুরা গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার স্ত্রীসহ মাটিরাঙ্গা বাজার হতে বাড়ি যাওয়ার পথে বাড়ির কাছাকাছি যাওয়ার পর সে পরে আসবে বলে স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে আর বাড়ি ফেরেনি। ওই দিন থেকেই নিখোঁজ ছিল হৃদয় ত্রিপুরা। মঙ্গলবার বিকালের দিকে স্থানীয়রা জঙ্গলে কাঠ সংগ্রহের জন্য গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।