রামগড়ে ১২ ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ১২ মুদি ব্যবসায়ী ও পাইকারি আড়তদারে অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা করা হয়।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে রামগড় বাজার এলাকায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায়, কৃষি বিপনন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১২টি মুদি ব্যবসায়ী ও পাইকারি আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।