১৪টি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার, ধর্মেশ খীশা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধা, অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, আব্দুল কুদ্দুস হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, সদস্য রিপন তালুকদার, সদস্য স্বপন দেবনাথ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্ধ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনে নৌকার বিজয় করার লক্ষ্যে ১৪টি কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সাথে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রধান করা হয়।