মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
॥ মোঃ ইসমাইল হোসেন ॥
‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন’র সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিউল ইসলাম, সহ-সভাপতি অমর দত্ত, রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাইমুল হক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোঃ বশির আহমদ। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়ে তোলার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, আইডিএফ প্রতিনিধি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।