নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক মধুসূদন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে সকলকে দুর্নীতি মুক্ত থেকে কাজ করার আহ্বান জানান।