দীঘিনালায় আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা মাধ্যমে পালন করা হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে উপজেলা স্বাধীনতা মঞ্চ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে জাতীয় পতাকা ও দূপ্রক পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে থেকে মানববন্ধনের র্যালী বের করা হয়। মানববন্ধন শেষ দীঘিনালা রেড ক্রিসেন্টের এর দীঘিনালা উপজেলা ইউনিটের যুব প্রধান মোঃ হাসান মোর্শেদ রিফাত এর সঞ্চালনায় দীঘিনালা উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক) সভাপতি জেসমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, হাচিসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশন(ভূমি) মোঃ আবুল হাসনাত খাঁন, ছোটমেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, সমবায় অফিসার ত্রিরত্ন চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, হেডম্যান পারপেল দেওয়ান, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন প্রমূখ।
আলোচনা সভা বক্তরা বলেন, দুনীতি করব না শুধু মূখে বললে হবে না, নিজে দূনীতি করা না, দূনীতি প্রস্রয় দিব না, কাউকে দুনীতি করতে দেব না। সকল কাজে নিজের বিবেক বিবেচনা দিয়ে করতে হবে। নিজেকে আগে চিনতে হবে। সকল কাজে মানবিক বিবেচনা করে করতে হবে। সকল দূনীতি প্রধান কারন মিথ্যা, ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল কাজে জবাবদিহীতা থাকা হবে। তাহলে সকল দূনীতি নিরসন করা সম্ভব।