কাপ্তাইয়ে আন্তার্জাতিক নারী ও বেগন রোকেয়া দিবস পালন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রেকেয়া দিবস পালন করা হয়েছ। শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ক্রিস্টিয়ান হাসপাতাল ও হীল ফ্লাওয়ার সহযোগিতায় মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও জয়িতা সম্মননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। কাপ্তাই মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস সুপার ছালে আহমদ সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উমেচিং মারমা, ক্রিস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন। পরে বিভিন্ন কেটাগড়িতে অবদান রাখায় ৩জন জনয়িতাকে সম্মননা ও ক্রেষ্ট প্রদান করা হয়।