কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তার্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় দুর্নীতিবিরোধী দিবসটি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মানবব র্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উমেচিং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
প্রধান অতিথি নির্বাহী অফিসার বলেন মতের বিরুদ্ধে কিছু করলেই সেটাই দুর্নীতি। আমরা সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যমত প্রতিরোধ গড়ে তুলি। এসময় কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন, সহ-সভাপতি নরু বেগম মিতা, সদস্য কবির হোসেন, মাহাবুব হাসানসহ সকল উপস্থিত ছিলেন।