উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রাক্তন রাষ্ট্রদূত) সুপ্রদীপ চাকমা। শনিবার (৯ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার মংখোলা পূর্বারাম বন বিহারে পৌঁছালে বিহার পরিচালনা কমিটির পক্ষ হইতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মংখোলা পূর্বারাম বন বিহার অধ্যক্ষ করুনানন্দ স্থবির, সাবেক বুড়িঘাট ইউপি চেয়ারম্যান ও ভূমি দাতা প্রনতি রঞ্জন খীসা, বিহার পরিচালনা কমিটির সভাপতি সমির চাকমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি মংখোলা পূর্বারাম বন বিহারের ৩৫লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভিক্ষুশালা পরিদর্শন করেন। তিনি উন্নয়ন কর্মকান্ডে স্থানীয় জনসাধারণের সহযোগীতা কামনা করেন। এ সময় বোর্ড এর নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।