খাগড়াছড়ির রামগড় হানাদার মুক্ত দিবস পালিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে র্যালী ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। স্বাধীনতার পর ১৯৭১সালের এই দিনে খাগড়াছড়ির রামগড় উপজেলা হানাদার মুক্ত হয়।
শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়, র্যালী শেষে লেকপাড়ে বিজয় ভাস্কর্যে উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,রামগড় পৌরসভা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পঅর্পণ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, সহকারী কমিশনার(ভূমি)মানস চন্দ্র দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌরসভার প্যানেল-মেয়র কণিকা বড়ুয়া, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান, কাউন্সিলর জসিম উদ্দীন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।