[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই জাতীয় উদ্যানের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে পরিবেশ হুমকির মুখে

১১৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই জাতীয় উদ্যানের প্রধান সড়কের পাশে ময়লার ভাগাড়। দুর্গন্ধে পরিবেশ দূষিতসহ হুমকির মুখে বন্যপ্রাণী। পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও কর্ণফুলী বন রেঞ্জ মিলে কাপ্তাই জাতীয় উদ্যান (কাপ্তাই ন্যাশনাল পার্ক) অবস্থিত। এ বনের গাছের পাশাপাশি বৈচিত্র্যময় প্রাণীর বসবাস বিদ্বমান। প্রতিনিয়ত হাজারো পর্যটন আসছে কাপ্তাইয়ে বৈচিত্র্যময় পাহাড়,বন,লেক,নদী ও প্রাণী দেখতে। কিন্ত কাপ্তাই প্রধান সড়ক ও রাঙ্গামাটি যাওয়ার পথে কয়েটি স্পর্টে জাতীয় উদ্যানের ভিতর ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।

দেখা যায়, কয়েক বছর যাবৎ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান তাদের যাবতীয় ময়লা আবর্জনা সড়কের পাশে ফেলছে। কোন ধরনের ময়লা আবর্জনা ফেলার অনুমতি না থাকলেও হরহামেশা ময়লা ফেলার পর তার দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এসব ময়লা আবর্জনা খেতে বনের হাতিসহ বিভিন্ন প্রানী আসে। তা খেয়ে বনের বিভিন্ন পশু-পাখি অসুস্থসহ মৃত্যবরণ করছে। এছাড়া সড়কের পাশ দিয়ে চলার সময় বিভিন্ন পর্যটক ও স্থানীয় লোকজন মুখে হাত দিয়ে চলাচল করছে।

কাপ্তাই জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদর রহমান বাবুল (সিএমসি) জানান, এক শ্রেণীর কিছু প্রতিষ্ঠান কোন অনুমিত বা আইন না মেনে জাতীয় উদ্যানে ময়লা ফেলে পরিবেশ দূষিত করছে। সেই ময়লা আবর্জনা খেয়ে বনের ভিতরে থাকা হাতি বিভিন্ন পশু-পাখি অসুস্থ হয়ে পড়ছে। সবের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান জানান, জাতীয় উদ্যানে এভাবে ময়লা আবর্জনা ফেলা অন্যায় কাজ। যারা ফেলছে তারা ঠিক করেনি। এতে করে পরিবেশ দূর্ষিত হচ্ছে। তিনি জানান, চলতি মাসেই ময়লার এই ভাগাড় অপসারণ করা হবে। পূঃনরায় কেউ ফেললে তার বিরুদ্ধে বন আইন ও পরিবেশ দূষণের মামলা করা হবে।