কাপ্তাইয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে প্রেস ক্লাবের মতবিনিময় সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কাপ্তাই প্রেসক্লাবের মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ১২টায় কাপ্তাই সার্কেল মোঃ সাইফুল ইসলামের সাথে সার্কেল দপ্তরে মতবিনিময় সভা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এসময় সাংবাদিকের বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। রাষ্ট্র এবং সমাজের নানা কিছু সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। আমরা আইনশৃঙ্খলার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা চাই। এসময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।