জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা...
বান্দরবানে ৬৯ হাজার ৮৮৪ জনকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান। এসময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান জানান,আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাত উপজেলায় ৩৪টি ইউনিয়নের ৬৯ হাজার ৮৮৪ জনকে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, এবারে বান্দরবান জেলায় ৬- ১১ বয়সী ৯হাজার ৫৬৫ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ বয়সী ৬০ হাজার ৩১৯জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।