রামগড় সোনাইপুল বাজার উন্নয়নে আর্থিক অনুদান দিলেন মেয়র রফিকুল আলম
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন পৌর মেয়র রফিকুল আলম কামাল। বুধবার (৬ডিসেম্বর) দুপুরে রামগড় পৌরসভা কার্যালয়ে সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি কাজী শাহরিয়ার ইসলাম শাহেদ এর নেতৃেত্ব বাজার কমিটির হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এসময় পৌরসভার ইঞ্জিনিয়ার অর্ণব চাকমা, কাউন্সিলর আবুল কাশেম, জসিম উদ্দিন, আবদুল হক, জিয়াউল হক সহ সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সোনাইপুল বাজার পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহরিয়ার ইসলাম শাহেদ জানান, বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে মেয়রের নিকট আবেদন করা মাত্র তিনি নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন এবং ড্রেনটি আরসিসি ওয়ালে পূর্ণ নির্মান বরাদ্ধ সহ সোলার স্টিক লাইট স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মেয়রের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।