[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি জেলায় ৮১ হাজারের বেশী শিশু পাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

চিনি খেলে ডায়াবেটিস হবে তা কিন্তু সঠিক নয়: সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী

১৬২

॥ মিলটন বড়ুয়া ॥
কারো শরীরের জন্য রক্ত আদান প্রদান করলে অবশ্যই তা পরীক্ষা করেই নিতে হবে। কারো যদি হেপাটাইটিস-বি পজেটিভ হয় তাহলে এলকোহল খাওয়া যাবেই না। চিনি খেলে ডায়াবেটিস হবে তা কিন্তু সঠিক নয়। ডায়াবেটিস না থাকলে চিনি অবশ্যই খাওয়া যাবে যদি তা ধরা পড়ে তাহলেতো বাদ। পুষ্টির অভাবে এখানকার মানুষ বেঁটে হচ্ছে। বুধবার (৬ডিসেম্বর) সকালে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী এসব কথা বলেন।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন শিবলী শফিউল্লাহ্, দৈনিক গিরিদর্পন সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়া সহ স্বাস্থ্য বিভাগ ও প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, কোন মা’এর যদি হেপাটাইটিস-বি পজেটিভ হয়ও তাহলে সে মায়ের বুকের দুধ অন্য নবজাতক খেলেও কোন ভয় নেই। কারো সংস্পর্শে আসলে হেপাটাইটিস-বি হয় না যদি কিনা তিনি হেপাটাইটিস-বি আছে এমন অন্যের রক্ত গ্রহন করেন। তাই রক্ত আদান প্রদানের আগে রক্ত পরীক্ষা করতে হবে এবং ব্যবহৃত সিরিঞ্জ অবশ্যই ব্যবহার করা যাবে না। ভিটামিন এ এর ঘাটতি পূরণে বেশী বেশী শাক সব্জী খাবেন। মেডিকেল কলেজ এর বিষয়ে বলেন, এটি পরিপূর্ণ বাস্তবায়ন হলে তিন পার্বত্য জেলাবাসীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম যেতে হবে না। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস বিষয়ে বলেন, আমাদের কাছে বাড়তি ঔষধ আছে কোন শিশু বাদ পড়লে সাথে সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন এতে দুঃশ্চিন্তার কোন কারণ নেই।

এসময় লিখিত নোটে জানান, সারা দেশের ন্যায় ১২ ডিসেম্বর রাঙ্গামাটি জেলার মোট ৫০টি ইউনিয়নের ৮১২২৪ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১মাস শিশু ৯৩৫৯জন, ১২-৫৯মাস ৭১৮৩৯জন, প্রতিবন্ধী ১২-৫৯মাস ২৬জন। জেলার ১৫৯টি ওয়ার্ডের ১৩১৪টি কেন্দ্রে ৭জন স্বাস্থ্য পরিদর্শক, ১৯ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ১৫০জন স্বাস্থ্য সহকারী এ ক্যাম্পেইন পরিচালনা করবেন।

এর আগে প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস এর বিষয়ে সার্বিক বিষয় আলোচনা করেনডেপুটি সিভিল সার্জন শিবলী শফিউল্লাহ্। এতে প্রায় ৫০জন সাংবাদিক অংশ গ্রহন করেন।