কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে: শাহ্ মোজাহিদ
॥ বান্দরবান প্রতিনিধি ॥
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেছেন, দেশের সর্বপ্রথম বান্দরবানের কলা তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি দেশের জনপ্রিয়তা পেয়েছে। এই কলাবতী শাড়ি প্রথম তৈরি পর প্রধানমন্ত্রী নিকট উপহার দেওয়া হয়েছে বলে পার্বত্য এলাকার সুনাম বয়ে এনেছে। তাছাড়া পার্বত্য এলাকায় তৈরীকৃত শাড়ি দেশে এখন চাহিদা বেড়ে গেছে। তাই এই কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানিতে ছেয়ে যাবে।
বুধবার (৬ ডিসেম্বর ) সকালে উজানী পাড়া এলাকায় বান্দরবান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সভাকক্ষে কলাবতী শাড়ি তৈরীর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি ।
আয়োজন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও সহযোগিতা জেলা প্রশাসন।
বক্তারা বলেন, পার্বত্য এলাকার পাশাপাশি আগামীতে ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ করানো উদ্যেগ নেওয়া হবে। যে প্রশিক্ষণের মাধ্যমে অনান্য জেলায় নারী উদ্যেক্তা ছড়িয়ে যাবে বলে আশা করেন বক্তারা।
সবশেষে দুইমাস ব্যাপী কলা গাছের তন্তু থেকে তৈরি ৫০ জন প্রশিক্ষণার্থী মাঝে সনদ পত্র তুলেন দেন। এছাড়াও সাড়ে তিনহাজার করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উপ ব্যবস্থাপক মোঃ শামীম আলম সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব বিশ্বাস, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশিক্ষনার্থী ও ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।