কাপ্তাইয়ে আন্তর্জাতিক সেচ্ছেসেবক দিবস পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক সেচ্ছেসেবক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এক আলোচনা সভা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলনেতা মোঃ আসিফুল ইসলাম। যুব রেড ক্রিসেন্ট টিম সদস্য মিনহাতুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম ও কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ কবির হোসেন।
বক্তরা বলেন কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্ট টিম ঘরে খেয়ে পড়ে নিজ উদ্যােগে সর্বদা সমাজের সেবা করে যাচ্ছে। কোভিড,পাহাড় ধস ও ঘূর্ণিঝড়ে রেড ক্রিসেন্ট নিরলস ভাবে সেবা দিয়ে আসছে। দিবসটিতে উপজেলা,স্কুল ও কলেজের সকল ইউনিট সেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।