আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেছে। সোমবার (৪ডিসেম্বর) সকাল ১০টায় সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৬ জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডা: প্রবীর খিয়াং। হাসপাতাল ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমার সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগাম পরিচালক বিজয় মারমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রতিবন্ধী সংগঠন সভাপতি সন্তোষ বড়ুয়া ও হেলথ প্রোগ্রামের নেতৃবৃন্দ।