[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে গুইমারা রিজিয়ন কমান্ডার কামাল মামুন

পিছিয়ে থাকা এ অঞ্চল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে চলেছে

৭৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জি বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এ অঞ্চলে জীবনমানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক সময়ে পিছিয়ে থাকা এ অঞ্চল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পাহাড়ের পদদেশে বসবাসরত জনগোষ্ঠির দৌড় গোড়ায় মোবাইল নেটওয়ার্টসহ আধুনিক সব সুযোগ সুবিধা পৌছে গিয়েছে। শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে পাহাড়ে এখন উন্নয়নের সুবাতাস বৈছে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে গুইমারার শহীদ লেঃ মুশফিক হাই স্কুল মাঠ থেকে র‌্যালিত্তর গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শান্তি চুক্তির ফলে রামগড় স্থল বন্দর নির্মাণ করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, চুক্তি স্বাক্ষরের ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। বদলে গিয়েছে এখানকার দৃশ্যপট। তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে এখানকার মানুষ জানতে পারছে দেশ ও দেশের বাইরের সব খবরাখবর। এসময় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ব্যাটালিয়নসহ সকল নিরাপত্তাবাহিনী একসাথে এ পাবর্ত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জিসহ আমন্ত্রিত অতিথিরা। এসময় রিজিয়নের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি, যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল আলমগীর কবির, পিএসসি, সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসিজি, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, রামগড় পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামাল, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন মজুমদার, কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার ও মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রায় কাচাক ত্রিপুরা বক্তব্য রাখেন। এছাড়াও চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, গরীব ও দুস্থ্য জনসাধারণের মঝে শীতবস্ত্রসহ মানবিক সহায়তা হিসেবে গুইমারা রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিকেলে ৩টায় মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গুইমারা রিজিয়ন কর্তৃক শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজনে র‌্যালি পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।