[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে বিজিবি’র আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত

১৩৩

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
শান্তিচুক্তি স্বাক্ষরের ২৬তম বর্ষপূর্তি উদযাপনে উপলক্ষ্যে বান্দরবানে থানচিতে উৎসবমূখর পরিবেশের বিভিন্ন কর্মসূচী’র মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। শনিবার (২রা ডিসেম্বর) সকালে ঐতিহাসিক শান্তিচুক্তি দিবস উপলক্ষে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি) আয়োজনে র‌্যালী শেষে পারিজাত মাঠের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তিচুক্তি স্বাক্ষরিত দিবস পালিত অনুষ্ঠানে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে ১শত ৫০ জন দুস্থদের বিনামূল্যে ফ্রি চিকিৎসার ঔষুধ সামগ্রী বিতরণসহ ২শত ৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র ও মশারী বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠানে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন (পিএসি, এসি) বলেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয় বহু প্রতিক্ষিত পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি। শান্তিচুক্তি স্বাক্ষরিত দিবসের প্রতি বছরের ন্যায় এবছরেও দিবসটি উৎসবমূখর পরিবেশের যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

তিনি আরো বলেন, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি সম্পর্ক ও উন্নয়নসহ অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শান্তিচুক্তি স্বাক্ষরিত দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-অধিনায়ক আদনান, সহকারী পরিচালক দেলোয়ার, ব্যাটালিয়নের কর্মকর্তাগণ, জুনিয়র কর্মকর্তা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), সাবেক ইউপি চেয়ারম্যান ও কেঙ্গু মৌজা হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, সেকদু মৌজা হেডম্যান বাথোয়াইচিং মারমা। এছাড়াও ইউপি’র মেম্বার অংসিংম্যা মারমা, মেম্বার সজল কর্মকার, কারবারীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।