কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জীবতলী আর্মি ক্যাম্প ১০ আর ই ব্যাটালিয়নের আয়োজনে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষের্ র্যালী করা হয়েছে। শনিবার (২ডিসেম্বর) সকাল শাড়ে ৮টা হতে ব্যাটালিয়নের নানা আয়োজনে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন করা হয়।
১০ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ তাওহীদ আমিন পিএসসি। শান্তির পায়রা ও বলেন উড়িয়ে দিবসটির সুচনা করে। পরে এক বর্ণাঢ্য আনন্দর্ র্যালী ক্যাম্পের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারী,নানা পেশার লোকজনর্ র্যালীতে অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এসময় বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীয়ের মাঝে পুরস্কার বিতরণ করে।