কাপ্তাই বিজিবির আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি ) আয়োজনে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। শনিবার (২ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিট কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে এসে শেষ হয়। র্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
এসময় কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমডোর মোহাম্মদ ফয়জুল হক, কাপ্তাই ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ২আনসার ব্যাটালিয়ন ব্যাটালিয়ন সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ হোসেন, ৮ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক ফরহাদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।