বরকলে পার্বত্য শান্তি চুক্তি’র ২৬বছর পূর্তি উদযাপন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে ৪৫ বিজিবি জোন এর উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৬বছর পূর্তি উপলক্ষে আনন্দ রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২রা ডিসেম্বর) সকালে বরকল জোনের মাঠ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
বরকল ৪৫ বিজিবি জোন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন ও আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পার্বত্য শান্তি চুক্তির পূর্বে কঠিন পরিস্থিতিতে দিনযাপন করতে হয়েছে। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর যখন পার্বত্য শান্তি চুক্তি হচ্ছে তখন মানুষের মনে কতো আনন্দ ছিলো। পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী ভেবেছিলো পার্বত্য শান্তি চুক্তির ফলে স্থিতিশীল পরিবেশ বিরাজমান করবে। আজকের এইদিনে ২৬ বছর পূর্তির মধ্যে দিয়ে মানুষ যদি ভাবে আগে তুলনায় এখানকার মানুষের অনেক উন্নয়ন হয়েছে।আর আমরা বলতে পারি আগের তুলনায় এখন শান্তি ও সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারছি।তারপরও বলার অপেক্ষা রাখে না যে,পার্বত্য শান্তি চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনও দুপক্ষের মধ্যে প্রশ্ন রয়ে গেছে।আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরও চুক্তির যেসকল ধারাগুলো এখনও ঐক্যমতে পৌঁছায়নি সেই ধারাগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং এখানকার জনগোষ্ঠী যাতে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে সহবস্থানে অধিকতর জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
৪৫ বিজিবি জোন অধিনায়ক মোঃ শামসুল কবীর বলেন,শান্তি চুক্তির ২৬ বছরে যে অর্জন হয়েছে নেহায়েত কম না।এরচেয়ে ভালো কিছু হতে পারতো।আমরা সেভাবে আগাতে পারিনি তার কারণ হলো একে-অপরের সমন্বিত চেষ্টা ছিলো না।গণতন্ত্রের একটা কথা আছে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারি কিন্তু মত প্রকাশের জন্য আমি জীবন দেবো।হয়তো আমরা একমত হতে না পারি কিন্তু আমরা যখন একটা লক্ষ্যে স্থির করবো সেই লক্ষ্যে পৌঁছার জন্য সকলেই একাত্ম হয়ে কাজ করবো। দেখা যাবে গত ২৬ বছরে যতটুকু না অর্জন করতে পেরেছি নিসন্দেহে বলা যায় ১০বছর পরে হয়তো তারচেয়ে ভালো কিছু হবে।
প্রত্যেক মানুষেরই মূল্যবোধ রয়েছে।তাছাড়া আমরা সবাই মানুষ।তাই মানুষ হিসেবে জাতি ভেদাভেদ ভূলে গিয়ে মূল্যবোধ বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিষ্কণ্টক পথ সৃষ্টি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।আশা করি এ ধারা অব্যহত থাকলে পার্বত্য চট্টগ্রামে শান্তি বয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।
এসময় ৪৫ বিজিবি জোন এর সদস্যবৃন্দ,জনপ্রতিনিধি,প্রথাগত নেতৃবৃন্দ,শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর।
এদিকে,পার্বত্য শান্তি চুক্তি ২৬বছর পূর্তি উপলক্ষ্যে ছোট হরিণা ১২ বিজিবি জোন কর্তৃক আয়োজিত ভলিবল প্রতিযোগিতায় ১২ বিজিবি জোন কে হারিয়ে আইমাছড়া ইউনিয়ন দল বিজয় অর্জন করেছেন।এসময় ১২ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মীর হাসান শাহরিয়ার মাহমুদ,আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।