[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা যাত্রী পরিবহনে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন

১৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥
যাত্রীসেবা নিশ্চিতে মানসম্মত দূরপাল্লার জন্য ২টি নন-এসি বাস (এভারগ্রীন) সার্ভিস রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা এভারগ্রীন পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এ দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিতে এ এভারগ্রীন পরিবহনের বাস সার্ভিসটি চালু করা হয়।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) ১২টায় এই সার্ভিসটির ফিতা কেটে উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। শহরের পুরাতন বাস ষ্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য তৈয়ব হোসেন মামুন, চট্টগ্রাম-রাঙ্গামাটি মটর মালিক সমিতির সহ-সম্পাদক বিভাষ কান্তি সাহা, লাইন কন্টোল আব্দুল খালেক, সদস্য দিদারুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রমকি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা জানান, রাঙ্গামাটি থেকে ২টি এভারগ্রীণ বাস রাঙামাটি-চট্টগ্রাম হয়ে ঢাকার ফকিরাপুল, কলাবাগান, প্রান্থপথ, কল্যাণপুর, গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা গাবতলী হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে একবার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙ্গামাটির রিজার্ভ বাজারের কাউনটারে টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে।

সাধারন যাত্রীরা জানান, রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা ২টি বাস সার্ভিস অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন বাস মালিকরা।