[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা যাত্রী পরিবহনে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন

১৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥
যাত্রীসেবা নিশ্চিতে মানসম্মত দূরপাল্লার জন্য ২টি নন-এসি বাস (এভারগ্রীন) সার্ভিস রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা এভারগ্রীন পরিবহনের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এ দূরপাল্লার যাত্রীসেবা নিশ্চিতে এ এভারগ্রীন পরিবহনের বাস সার্ভিসটি চালু করা হয়।

বৃহস্পতিবার (৩০নভেম্বর) ১২টায় এই সার্ভিসটির ফিতা কেটে উদ্বোধন করেছেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান। শহরের পুরাতন বাস ষ্টেশনে চট্টগ্রাম-রাঙামাটি মটর মালিক সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য তৈয়ব হোসেন মামুন, চট্টগ্রাম-রাঙ্গামাটি মটর মালিক সমিতির সহ-সম্পাদক বিভাষ কান্তি সাহা, লাইন কন্টোল আব্দুল খালেক, সদস্য দিদারুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রমকি ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা জানান, রাঙ্গামাটি থেকে ২টি এভারগ্রীণ বাস রাঙামাটি-চট্টগ্রাম হয়ে ঢাকার ফকিরাপুল, কলাবাগান, প্রান্থপথ, কল্যাণপুর, গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা গাবতলী হতে রাঙ্গামাটির উদ্দেশ্যে একবার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙ্গামাটির রিজার্ভ বাজারের কাউনটারে টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে।

সাধারন যাত্রীরা জানান, রাঙ্গামাটি-চট্টগ্রাম-ঢাকা ২টি বাস সার্ভিস অত্যন্ত আনন্দদায়ক ও ঝুঁকিবিহীণ হবে বলে আমরা আশাবাদী। দায়িত্বশীলগণ ন্যায়নীতির ভিত্তিতে সেবা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই লাভবান হবেন বাস মালিকরা।