রাঙ্গামাটি আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ হারুনর রশিদ মাতব্বর
॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোঃ হারুনর রশিদ মাতব্বরকে মনোনয়ন দেয়া হয়েছে। জেলা কমিটির সমর্থনে বিগত ২৭/১১/২০২৩ তারিখ পার্টির চেয়ারম্যান জি.এম কাদের কর্তৃক মনোনয়ন অনুমোদন করা হয়।
জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলা কমিটির সর্বস্তরের নেতৃবর্গ ও কর্মী সমর্থক আশাবাদী অত্র এলাকার সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশিত ৬৮হাজার গ্রাম বাংলা উন্নয়নের কর্মসূচি বাস্তবায়নে এই মুর্হুত্বে দরকার জাতীয় পার্টি জি এম কাদেরের সরকার।
জাতীয় পার্টি জেলা কমিটি আশাবাদী অত্র এলাকার সাধারণ জনগণের আন্তরিক শতস্ফুত সমর্থনে জাতীয় পার্টি লাঙ্গল মার্কার ভোট দিয়ে সারা বাংলাদেশে সাধারণ জনগণের সাম্প্রদায়ীক সম্প্রীতি শ্রীবৃদ্ধি হয়ে দেশে উন্নয়নে নতুন সুচনা হবে।