রাঙ্গামাটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর তালুকদার
॥ তুফান চাকমা ॥
রাঙ্গামাটি ২৯৯নং আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান এর হাতে মনোনয়নপত্র জমা দেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরি সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের রাজবন বিহারে বিশ্বের সুখ শান্তি ও পারিবারিক মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্টান করেন তিনি। পরে জেলা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরবর্তীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হন নেতাকর্মীরা।