[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা বৈষম্যের শিকার এটা সত্য কথা: রাঙ্গামাটি জেলা প্রশাসকবান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিক এর প্রতিষ্ঠাতা তপন জ্যোতি’র ৭ম মৃত্যুবার্ষিকী পালনরাঙ্গামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি ব্রিজ ভেঙ্গে যেতে পারে পড়ার যে কোন সময়খাগড়াছড়ির দীঘিমালায় হর্টিকালচার সেন্টার’র চাষীদের মাঝে চারা বিতরণবান্দরবানের আলীকদমে ইয়াবা সেবন, কৃষক দলের সভাপতি আলম সহ আটক ৪খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তামাক চুল্লিতে আগুন, ব্যাপক ক্ষতিবাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণ ঘটনায় আটক ২ জন স্বেচ্ছাসেবক দলের নেতানায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জন
[/vc_column_text][/vc_column][/vc_row]

অসুস্থ নুরুদ্দিনের ২টি কিডনি বিকল সকলের সহযোগিতায় বাঁচতে চায়

১৬৫

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
একসময়ের আর্থিকভাবে সচ্ছল এই এতিম যুবক তাই বাঁচার জন্য সবার সাহায্য প্রার্থনা করেছেন। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের বামুনিপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের সন্তান মোঃ নুরুদ্দিন (৩৬)। তার শরীরের দু’টি কিডনি বিকল হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

নুরুদ্দিন অল্প বয়সে পিতা-মাতা হারিয়ে বহুকষ্ট করে খেয়ে না খেয়ে ৭ বোনকে মানুষ করেছে। সবার বিয়ের ব্যবস্থাও করেছে। যখন নিজে বিয়ে করে সুখের সংসার করবে তখন শরীরে ধরা পড়লো তার দুটো কিডনিই বিকল। পরে চিকিৎসার জন্য তার পৈতৃক জমিজমা বিক্রি করে দেয়। একে একে সহায় সম্বল যা ছিলো সব হারালো। অন্যদিকে অসুস্থ নুরুদ্দিনকে দেখার জন্য সংসারেও তার কেউই নেই। যতক্ষণ বোনরা আসেন ততক্ষণ, এরপর অসহায় এই মানুষটির অসুস্থতার পাশাপাশি একাকী জীবন কাটছে এখন ধুকে ধুকে মৃত্যু যন্ত্রণায়।

অন্যদিকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে প্রয়োজন হয় দশ হাজার টাকার উপরে। চিকিৎসক জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনে তার ব্যয় হতে পারে অন্তত ৪০ লাখ টাকা। যা তার পক্ষে জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। তাই ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান কিংবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছেন অসহায় নুরুদ্দিন। তাকে সাহায্য করতে চাইলে তাঁর মুঠোফোনে যোগাযোগ করুন। নিম্নোক্ত নাম্বারটি তার ০১৮৬-৮০৭৮৬২২ বিকাশ (পার্সোনাল)।