[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

অসুস্থ নুরুদ্দিনের ২টি কিডনি বিকল সকলের সহযোগিতায় বাঁচতে চায়

১৬৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
একসময়ের আর্থিকভাবে সচ্ছল এই এতিম যুবক তাই বাঁচার জন্য সবার সাহায্য প্রার্থনা করেছেন। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের বামুনিপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের সন্তান মোঃ নুরুদ্দিন (৩৬)। তার শরীরের দু’টি কিডনি বিকল হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

নুরুদ্দিন অল্প বয়সে পিতা-মাতা হারিয়ে বহুকষ্ট করে খেয়ে না খেয়ে ৭ বোনকে মানুষ করেছে। সবার বিয়ের ব্যবস্থাও করেছে। যখন নিজে বিয়ে করে সুখের সংসার করবে তখন শরীরে ধরা পড়লো তার দুটো কিডনিই বিকল। পরে চিকিৎসার জন্য তার পৈতৃক জমিজমা বিক্রি করে দেয়। একে একে সহায় সম্বল যা ছিলো সব হারালো। অন্যদিকে অসুস্থ নুরুদ্দিনকে দেখার জন্য সংসারেও তার কেউই নেই। যতক্ষণ বোনরা আসেন ততক্ষণ, এরপর অসহায় এই মানুষটির অসুস্থতার পাশাপাশি একাকী জীবন কাটছে এখন ধুকে ধুকে মৃত্যু যন্ত্রণায়।

অন্যদিকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে প্রয়োজন হয় দশ হাজার টাকার উপরে। চিকিৎসক জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনে তার ব্যয় হতে পারে অন্তত ৪০ লাখ টাকা। যা তার পক্ষে জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। তাই ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবান কিংবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছেন অসহায় নুরুদ্দিন। তাকে সাহায্য করতে চাইলে তাঁর মুঠোফোনে যোগাযোগ করুন। নিম্নোক্ত নাম্বারটি তার ০১৮৬-৮০৭৮৬২২ বিকাশ (পার্সোনাল)।