নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক যৌথ সমন্বয় সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ।
সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরি, সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার, ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ডাবলু রহমান প্রমুখ।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পাহাড়ের বর্ষীয়ান রাজনীতিবিদ দীপংকর তালুকদার’কে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্ধ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।