[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সহ নানিয়ারচরে নারী সমাবেশ অনুষ্ঠিত

১৪৪

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১, এসডিজি মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসম্পৃক্ত বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটির নানিয়ারচরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬নভেম্বর) সকালে উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং অফিসের উচ্চমান সহকারী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান রঞ্জন দেওয়ান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে ঘিলাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান বাসন্তী চাকমা, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চাকমা, ঘিলাছড়ি বাজার চৌধুরি নিহার বিন্দু চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মৃতিস্বারণ করেন। জাতীর পিতার স্বপ্ন ছিল এদেশকে একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশে বিনির্মাণ করার। সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে বিশ্বের একটি উন্নতশীল রাষ্ট্রে পরিনত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম, ডেঙ্গু প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, গুজব, বাল্যবিবাহ-নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, যৌতুকসহ সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।