নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এতে আরও জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, ৪ ইউপি চেয়ারম্যান সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, হ্যাডম্যান, কার্বারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করেন।